
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার প্রস্তুতি চলছিল। গঙ্গা থেকে জল তোলার আগে একটি দোকানে বসে খাওয়া দাওয়া করার সময় ঘটে বিপত্তি। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানের ছাদের চাঙড়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকার ছয় পূণ্যার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট সংলগ্ন একটি দোকানে। আহতরা আপাতত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তারকেশ্বরের শ্রাবণী মেলায় যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে নয় জন পূণ্যার্থীর একটি দল আসে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। রীতি অনুযায়ী নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গাজল তুলতে যান পূণ্যার্থীরা।
জানা গেছে, অনেক সকালে তাঁরা মেদিনীপুর থেকে বেরিয়েছিলেন। তাই খিদে পেয়ে গিয়েছিল। স্নান করে জল তোলার আগে একটি হোটেলে খাবার খেতে ঢোকেন। হঠাৎ দোকানের ছাদের চাঙর ভেঙে তাদের মাথায় পড়ে। মাথা ফাটে তিন জনের। ঘটনায় আহত হয়েছেন মোট ছয় পূণ্যার্থী। তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক জনের মাথায় সেলাই করা হয়েছে। আহত পূণ্যার্থী বুবাই বাগ বলেছেন, তারা মোট ৯ জন বন্ধু–বান্ধবী তারকেশ্বরে যাওয়ার লক্ষ্যে বেড়িয়েছিলেন। বেলা হয়ে গিয়েছিল, খিদে পেয়েছিল। নিমাই তীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেছিলেন। ৯ জন দুটো টেবিলে বসে খাচ্ছিলেন। হঠাৎই হোটেলের ছাদ থেকে চাঙড় ভেঙে মাথার উপর পড়ে। তাদের এক বান্ধবী পাপিয়া মণ্ডল গুরুতর আহত হয়। আরও কয়েক জনের মাথায় চোট লাগে। আর তারকেশ্বর না গিয়ে মেদিনীপুর ফিরে যায় ওই পূণ্যার্থীদের দল।
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও